মাটেতে ছিল ধান
মাটেতে ছিল ধান পেয়ে বান আথালি পাথালি
ছিল ইক্ষু অতি দীর্ঘ চেপে গেল বালি।
রাজকর কিসে দিব
রাজকর কিসে দিব কি খাইব অন্তরে ভাবিয়া
স্থানান্তরে কেহু গেল দুঃখিত হইয়া।
কহে দ্বিজ দ্বারকানাথে
কহে দ্বিজ দ্বারকানাথে কুকুটাতে নিবাস থাকিয়া
জ্যেষ্ঠ ভাই কমলা তার আজ্ঞা পায়্যা।
দুষ্খ বারে বারে
দুষ্খ বারে বারে (কব কারে) আর কত সয়
জমির লোভে মরিবে সভে কুলবার্দ্ধা কি রয়।।
সৈয়দ মনজুরুল ইসলামের নন্দনতত্ত্ব: নান্দনিক নৈরাজ্যের অক্ষ(র)রেখা? - রাজু
আলাউদ্দিন
-
[image: সৈয়দ মনজুরুল ইসলামের 'নন্দনতত্ত্ব' বইয়ের প্রচ্ছদ]
বাংলাদেশে কলাবিদ্যা নিয়ে সৈয়দ মনজুরুল ইসলামের *নন্দনতত্ত্ব* বইটি ছিল প্রথম
কোনো গ্রন্থ যেখানে ছ...
২টি মন্তব্য:
আচ্ছা, এই তাহলে হাপু গান। বেশ মজার তো। তথ্যটা জানতাম না।
সুশান্ত: আপনার খনার বচন এবং হাপু গানের পোস্টিংগুলো যথার্থ। এই ধরণের পোস্টিং আসতে থাকলে পড়তে ভাল লাগবে। তবে ভাষা ও সাহিত্যের খাতিরে পুরনো, আঞ্চলিক একং বিশেষ বাংলা শব্দ বা শব্দবন্ধের অর্থ দিলে ভাল হয়। নিয়ড় পোখরি দূরে যায়-র অর্থ কি? (রাঁধে বাড়ে গায় না লাগে) কাতি-র অর্থ কি? এসবের প্রয়োজন আছে?
ভাল থাকবেন।
একটি মন্তব্য পোস্ট করুন