বাংলার মাটি বাংলার জল

১৯০৫ সালের ১৬ অক্টোবর তারিখে বঙ্গবঙ্গ আইন প্রবর্তন হয়। এই বিশেষ রাজনৈতিক সঙ্কটময় মুহূর্তে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরোধীতা করেন। তিনি সেসময় একটি কবিতা লিখেছিলেন।
বাংলার মাটি বাংলার জল
বাংলার বায়ু বাংলার ফল
পূণ্য হউক, পূণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।
বাঙালীর প্রাণ, বাঙালীর মন,
বাঙালরি ঘরে যত ভাই বোন,
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।
বাঙালীর পণ, বাঙালীর আশা,
বাঙালীর কাজ, বাঙালীর ভাষা,
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।

কোন মন্তব্য নেই:

বই আলোচনা সমালোচনা

সাহিত্যের Webzine