বাংলার মাটি বাংলার জল
বাংলার বায়ু বাংলার ফল
পূণ্য হউক, পূণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।
বাঙালীর প্রাণ, বাঙালীর মন,
বাঙালরি ঘরে যত ভাই বোন,
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।
বাঙালীর পণ, বাঙালীর আশা,
বাঙালীর কাজ, বাঙালীর ভাষা,
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য - তৌফিকুল ইসলাম চৌধুরী
-
[image: চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য - তৌফিকুল ইসলাম চৌধুরী বইয়ের প্রচ্ছদচিত্র]
*'চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য'* চট্টগ্রামকে নিয়ে লেখকের এক ভিন্নমাত্রার
গ্রন্থ।...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন