বৃষ্টি'র সমার্থশব্দ

আজ যদিও তীব্র তাপদাহ ছিল তারপরও ঋতুবিচারে চলছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে বৃষ্টি শব্দটির কিছু সমার্থশব্দ প্রকাশ করার ইচ্ছা বোধ করছি। প্রধান শব্দ বৃষ্টি'কে (ভুক্তি নং: ৩৮৮) ঘিরে যেসব ভাবাত্মক শব্দ মনে আসে তার তালিকা নেয়া হয়েছে মুহাম্মদ হাবিবুর রহমান এর যথাশব্দ গ্রন্থ থেকে। পৃষ্ঠা - ১২২, ১৯৯৩।

তালিকাটি নিম্নরূপ-
বি. বৃষ্টি বিষ্টি বর্ষণ বারি। মেঘ, ঘন, -রস। মেঘোদক মেঘদ্রব দিব্যোদক আকাশসলিল। জল নীরদবাহন গোধৃত পরামৃত খবারি গগনাম্বু। বৃষ্টি, -বিন্দু, -ফোঁটা। বারিবিন্দু। বৃষ্টিজল আতপবর্ষ্য। বরিষণ। বৃষ্টি,-পাত,-সম্পাত। ধারা,-পাত,সম্পাত,-পতন,-বর্ষণ,-বর্ষ,-জল। আসার ধারাসার ডাওর। বারি,-পাত,-বর্ষণ। বৃষ্টি, বারি,বর্ষা, বাদল, বরিষণ,-ধারা। বাদল,-বর্ষণ,-বরিষণ। মেঘাম্বুপাত। মুষল, অঝোর, উতল,-ধারা। ঘোরবর্ষণ অবিরলপাত। ঝেঁপে বৃষ্টি। গুঁড়িগুঁড়ি, টিপটিপি,ঝিরঝিরে,-বৃষ্টি। ইলশেগুঁড়ি। শিলাবৃষ্টি। সুবৃষ্টি।অতিবৃষ্টি।পশলা। একবারের বর্ষণ। বর্ষা বাদল বাদলা। বৃষ্টি, বর্ষা,-বাদল। ভরা,-বাদল,-ভাদর। ঝড়,-বৃষ্টি,-বাদল। বর্ষাকাল প্রাবৃট প্রাবৃষ প্রাবৃষা। আষাঢ় শ্রাবণ। বাদল,-বাতাস,-বায়ু,-হাওয়া। জোলো হাওয়া। বাদল, বাদলা,-দিন। বৃষ্টিবাদলার দিন। বাদল,-রাত,-নিশীথ বাদলারাত। ঝড়ের রাত। দুর্যোগের রাত। বাদল,-সাঁঝ,-সন্ধ্যা। দুর্যোগ। খারাপ আবহাওয়া। শিশির শিশিরকণা নীহারবিন্দু হিমজল পালা খজল শবনম মিহিকা হিমিকা খবাষ্প শীকর হিম। রাত্রি, রজনী,-জল। বৃষ্টিমানযন্ত্র বৃষ্টিমাপক রেইনগেজ। বারিমণ্ডল। মেঘ। বর্ষাতি রেইনকোট ওয়াটারপ্রুফ।

ক্রি. বৃষ্টি পড়া বা ঝরা। বৃষ্টি নামা। বৃষ্টি আসা। জল হওয়া। আকাশ ভাঙা। বৃষ্টি থামা বা ধরা। হিম পড়া।

বিণ. বৃষ্ট বর্ষিত কৃতবর্ষণ। সিক্ত আর্দ্রীকৃত। বৃষ্টি,-ভেজা,-সিক্ত, -স্নাত,-ধোওয়া। জল, বর্ষা,-ভেজা। বৃষ্টি,-স্নিগ্ধ,-সজল। বর্ষণ,-সিক্ত,-স্নাত। বর্ষণ, বর্ষা,-ধৌত। বৃষ্টি, বর্ষণ,-মুখর। বৃষ্টি, বর্ষা, বর্ষণ, বরিষণ,-মুখরিত। বর্ষণমন্দ্রিত। বর্ষণশীল। বাদলা বাদুলে। দুর্যোগপূর্ণ। ঝিরঝিরে টিপটিপে গুঁড়িগুঁড়ি ঝমঝমে। সজল। জল, বর্ষণ,-গর্ভ। বর্ষণোন্মুখ। শৈশির।

ক্রি-বিণ. মুষলধারে ঝমঝমিয়ে। রিমঝিমিয়ে। ধারাকারে।

কোন মন্তব্য নেই:

বই আলোচনা সমালোচনা

সাহিত্যের Webzine