কাজী নজরুল ইসলাম


কাজী নজরুল ইসলামের ১০৯ তম জন্মজয়ন্তী হয়ে গেল। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর স্মরণে বাংলা উইকিপিডিয়া থেকে কাজী নজরুল ইসলাম ভুক্তি থেকে কিছু অংশ প্রকাশ করছি।

কাজী নজরুল ইসলাম (মে ২৫, ১৮৯৯ আগস্ট ২৯, ১৯৭৬), বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার জন্য সর্বাধিক পরিচিতবাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতী কবিপশ্চিমবঙ্গ ও বাংলাদেশ - দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃততাঁর কবিতা বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি বলা হতার কবিতার মূল বিষবস্তু ছিল মানুষের প্রতি মানুষের অত্যাচার এবং দাসত্বের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদবাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীমএকাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যা ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চারতাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছেঅগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশযেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে - কাজেই "বিদ্রোহী কবি"

নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেনতার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীস্থানী এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেনবিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে জ্ঞান লাভ করেনভারতী সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেনএসম তিনি কলকাতাতেই থাকতেনএসম তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হনপ্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মত কবিতা; ধূমকেতুর মত সাময়িকীজেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দীর জবানবন্দীএই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্টধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতী জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিলতার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহধর্মী লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেনছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিতবাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেনএটি হল ইসলামী সঙ্গীত তথা গজলনজরুল প্রা ৩০০০ গান রচনা এবং সুর করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিমধ্যবসে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হনএর ফলে দীর্ঘদিন তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হএকই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেনবাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেনএসম তাকে বাংলাদেশের জাতীতা প্রদান করা হয়এখানেই তিনি মৃত্যুবরণ করেন

সূত্র: বাংলা উইকিপিডিয়া

কোন মন্তব্য নেই:

বই আলোচনা সমালোচনা

সাহিত্যের Webzine