কবি কৃষ্ণচন্দ্র মজুমদার

কবি কৃষ্ণচন্দ্র মজুমদার (১৮৩৪-১৯০৭) দুইটি নীতিবিষয়ক কাব্য লিখে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তার 'সদ্ভাবশতক'(১৮৬১) ও 'মোহভোগ'(১৮৭১) একসময় ছাত্রদের নীতিশিক্ষা দেয়ার কাজে ব্যবহৃত হত। তাঁর কিছু কিছু কবিতা এখনও নীতিশিক্ষার কাজে ব্যবহার করা হয়।
তাঁর দুটি জনপ্রিয় কবিতা হল:-
ক.
যে জন দিবসে
মনের হরষে
জ্বালায় মোমের বাতি,
আশুগৃহে তার
দেখিবে না আর
নিশীথে প্রদীপ ভাতি।
খ.
চির সুখীজন
ভ্রমে কি কখন
ব্যথিত বেদন
বুঝিতে পারে?
কি যাতনা বিষে
বুঝিবে সে কিসে
কভু আশীবিশে
দংশেনি যারে।

কোন মন্তব্য নেই:

বই আলোচনা সমালোচনা

সাহিত্যের Webzine