চর্যাপদ

চর্যাশ্চর্যবিনিশ্চয় এর পদগুলির মধ্যে নিম্নোক্ত পদটি আমার সবচেয়ে ভাল লাগে। সুকুমার রায় এর "বাঙ্গালা ভাষার ইতিহাস" গ্রন্থে এর সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে।
তিনি লিখেছেন -ঢেণ্ঢণ-পায়ের নামে গানটি অনামা কবির রচনা। নামটি কুক্কুরীপায়েরই মতো। "ঢেণ্ঢণ" মানে যে ঢেঁড়ি অর্থাৎ ডুগডুগি বা ঢেঁটরা বাজাইয়া ভিক্ষাটন করে। নামটি যেকোনো চর্যাগীতিকারের পক্ষে খাটে। ইতিহাস ও সাহিত্য দুই দিক হইতে গানটির মূল্য আছে। বিষয় লোকপরিচিত প্রহেলিকামালা।
টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।
বেগ সংসার বড্‌হিল জাঅ
দুহিল দুধু কি বেন্টে যামায়।
বলদ বিআএল গবিআ বাঁঝে
পিটা দুহিএ এ তিনা সাঁঝে।
জো সো বুধী সোই নিবুধী
জো সো চৌর সোই দুষাধী।
নিতে নিতে ষিআলা ষিহে ষম জুঝঅ
ঢেণ্ঢণ-পাএর গীত বিরলেঁ বুঝই।

কোন মন্তব্য নেই:

বই আলোচনা সমালোচনা

সাহিত্যের Webzine