একুশে ফেব্রুয়ারিকে নিয়ে রচিত কবিতার সংখ্যা খুব বেশি নয়। এদের মধ্যেও ব্যাপকভাবে পঠিত হয়েছে এমন কবিতার সংখ্যা অনেক কম। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের এই কবিতাটি সেই স্বল্প সংখ্যক কবিতাগুলোর মধ্যে একটি:-
একুশের কবিতা
সৈয়দ শামসুল হক
সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি
শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায়
বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল--
তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তে
আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক।
সাগরের লোনাজলে স্নিগ্ধ মাটীর দ্বীপ
শ্যামলী স্বপ্নের গান বুকে পুষে
নবীন সূর্য্যেরে তার দৃঢ় অঙ্গীকার জানাবেই।
সংখ্যাহীন প্রতিবাদ ঢেউয়েরা আসুক, তুমি স্থির থেকো।
প্রাকৃতিক ঝঞ্ঝাবাত অবহেলা করি
সঞ্চয় করে যাও মুঠো মুঠো গৈরিক মাটী:
সবুজ গন্ধবাহী সোনালী সূর্য্যের দিশা
অকস্মাৎ উদ্ভাসিত কোরে দেবে তোমার চলার পথ।
সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়ি
শিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায়
বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল--
পৃথিবীর জিজীবিষু আত্মার আছে। ঘনীভূত জনতার হৃদয়ে হৃদয়ে
উজ্জ্বল শিখা সেই অমর সংবাদে ঢেউ তুলে দিয়ে গেল।।
সূত্র: একুশে ফেব্রুয়ারি, সম্পাদনা: হাসান হাফিজুর রহমান। ২০০১, সময়, পৃ- ৪৭।
(বানানরীতি অক্ষুন্ন রাখা হয়েছে।)
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ বুক অলিম্পিয়াড
-
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে আলোক শিক্ষালয়ে ‘বই পড়ি,
স্বপ্ন আঁকি’ এই স্লোগানে শুরু...
The post দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংল...
৩টি মন্তব্য:
prokiritir a sristir bichitro onovito golog nia khala ta baloo hoyacha. Chonder poton and ganer mishali chara to ar kichu nau. Khanik bali saatha nara chora, dolo to orbai........ha ha ha
কেন যে মানুষে এগুলি পড়ে না বুঝি না।
প্রতিচিত্রে মন্তব্য বক্সটা একটু সহজ করতে পারবেন?
a good site.
free download seo friendly Blogger Templates site
en.otopor.com
একটি মন্তব্য পোস্ট করুন