বর-কনের জন্য শুভমন্ত্র

শুভবিবাহের তুঙ্গমুহূর্তে যখন বর-কনে শুভদৃষ্টি বিনিময় করে, ঠিক সেইমুহূর্তে খারাপ মানুষেরা কুদৃষ্টি দিতে পারে। অমঙ্গলকামীদের ভাবনার ছোঁয়া বর-কনের জীবনে যেন না লাগে, সেজন্য এই মন্ত্রটি পড়া হয়। মানস মজুমদার তাঁর লোক-ঐতিহ্যের দর্পণে বইতে এই মন্ত্রটির কথা উল্লেখ করেছেন।
খুঁটিনাটি ছেড়ে দাও,
ভালমন্দ লোক থাক তো সরে যাও।
নইলে আমার মতো হাত হবে,
এক পালি চেলের ভাত ছ মাস খাবে।
প্রজাপতি নির্বন্ধ,
ভাল ছেড়ে যিনি করেন মন্দ,
শ্রীগৌরাঙ্গ হবে তার বাম।
তার মাছের হাঁড়ি ষাড়ে খাবে,
বেড়ালে চাল ফেরে যাবে।
গ্রীষ্মকালে টেরটা পাবে।
যেমনি কন্যা তেমনি বর,
পার্বতী আর দিগম্বর।
সখিগণে নগেন্দ্র ভুবনে,
দুর্গা দুর্গা বলে গো বদনে।।
মানস মজুমদার এই মন্ত্রটি হুগলী অঞ্চল থেকে সংগ্রহ করেছেন।
বাংলা লোকসাহিত্যের ধারা-ওয়াকিল আহমদ, ২০০৭, ৬২২

কোন মন্তব্য নেই:

বই আলোচনা সমালোচনা

সাহিত্যের Webzine