কবি শামসুর রাহমানের ২য় মৃত্যুবার্ষিকী
আজ আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ কবি শামসুর রাহমানের ২য় মৃত্যুবার্ষিকী। পুরনো ঢাকার মাহুতটুলি এলাকার ৪৬ নম্বর বাড়িতে কবি জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ২৪ অক্টোবর তারিখে। তাঁর পৈত্রিক বাড়ি অবশ্য ছিল নরসিংদীর রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। 'সাপ্তাহিক সোনার বাংলা' নামক পত্রিকায় ১৯৪৮ সালে ঊনিশশো ঊনপঞ্চাশ নামক কবিতা প্রকাশের মাধ্যমে শামসুর রাহমানের কবিতা লেখার যাত্রা শুরু হয়। তাঁর লেখায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, মানবীয় অনুভূতিই ছিল প্রধান বিষয়।
১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে শামসুর রাহমান কর্মজীবনে প্রবেশ করেন। পরবর্তীতে রেডিও পাকিস্তান, দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা প্রভৃতি পত্রিকায় তিনি কাজ করেছেন। ১৯৭৭ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।
শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। তিনি মোট ৬৬টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল রৌদ্র করোটি, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, বুক তার বাংলাদেশের হৃদয়, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, অন্ধকার থেকে আলোয় প্রভৃতি। শামসুর রাহমা উপন্যাস লিখেছেন ৪টি, প্রবন্ধগ্রন্থ লিখেছেন ১টি, ছড়ার বই ৮টি এবং অনুবাদ ৬টি।
সমকালীন বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান মারা যান ২০০৬ সালের ১৭ আগস্ট তারিখে। তাঁর অন্যতম বিখ্যাত কবিতা "স্বাধীনতা তুমি" যতদিন বাঙালি থাকবে, ততদিন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের মনে চেতনার ঝংকার তুলবে।
স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকাশোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারে খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শাণিত কথার ঝলসানিলাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কাল বোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতে নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি
বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রে খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।
বই আলোচনা সমালোচনা
-
চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য - তৌফিকুল ইসলাম চৌধুরী
-
[image: চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য - তৌফিকুল ইসলাম চৌধুরী বইয়ের প্রচ্ছদচিত্র]
*'চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য'* চট্টগ্রামকে নিয়ে লেখকের এক ভিন্নমাত্রার
গ্রন্থ।...
-
বজলুর রহমান স্মৃতিপদক পেলেন সাহাদাত পারভেজ
-
মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক পেলেন দেশ রূপান্তরের
আলোকচিত্র সম্পাদক সাহাদাত পারভেজ। ‘একটি আইকনিক ছবির ভ্রান্তি’...
The post বজলুর র...
-
Escape Plan : রাষ্ট্র ও ক্ষমতার সামনে মানুষের প্রতিরোধ কি?
-
*আমরা প্রত্যেকে কোনও না কোনওভাবে এক অদৃশ্য জেলের মধ্যে বাস করি, এবং
স্ট্যালোন আমাদের মনে করিয়ে দেন—শৃঙ্খল ভাঙা সম্ভব, পালানো সম্ভব, মুক্তিও
সম্ভব। লিখছে...
-
পিডিএফে হারুকি মুরাকামির "নরওয়েজিয়ান উড"
-
[image: "নরওয়েজিয়ান উড"- হারুকি মুরাকামি]
*আলোচক: নুসরাত জাহান*
কর্পোরেট জীবন। গত কয়েকদিন ধরে রাস্তায়, অটোতে, টিউশনের ফাঁকে, টিফিনে, কখনও
শুয়ে-বসে কি...
-
কাইজেন
-
[image: কাইজেন - সারাহ হার্ভে]
জীবন বদলে দেয়ার জাপানী পদ্ধতির বই সারাহ হার্ভে লিখিত 'কাইজেন'। একটু একটু
এগিয়ে গিয়ে কীভাবে সফলতার শৃঙ্গ স্পর্শ করা যায়। সে...
-
সাহিত্যের Webzine
-
দরদিয়া/ দীপশ্রী সেনগুপ্ত
-
* দরদিয়া *
দীপশ্রী সেনগুপ্ত
“মালবিকা! এই মালবিকা!”
মালবিকা পিছন ফিরে দেখে বীণাপাণি তাকে ডাকছে, বীণাপাণি চৌধুরী গত বছরের
ছাত্রী, ক্লাস প্রোমোশন পায়নি...
৮ ঘণ্টা আগে
-
রাহাত খানের গল্পে জীবনজিজ্ঞাসা ॥ মোহাম্মদ নূরুল হক
-
রাহাত খানের গল্প মানুষের যাপিত জীবনের দিনপঞ্জি নয়, বিশেষ মুহূর্তের
ঘাত-প্রতিঘাতের প্রতিচ্ছবি। ব্যক্তিগত রুচিবোধ গল্পের ভেতর চারিয়ে দিয়ে লেখকও
খানিকটা স্ব...
১ দিন আগে
-
ফুলের সংশয় | শুভ্র সরকার
-
বৃষ্টি থেমে আসে— দু’টি ফুলের ঝরে পড়া দেখে চিত্রময় মন আমার, শস্যময়— সেখানে
হেঁটেছি যে কিছুদূর… সেই ছায়া এসে আমাকে বলছে যেন আমিতো শ্রাবণ। সূর্যাতীত
বিদায়ে ...
২ দিন আগে
-
মাজার যে ভাষায় কথা বলে: শেষ পর্ব
-
শৈশব-কৈশোরের নির্জন বিকেল, উৎসবমুখর রাত কিংবা গ্রামীণ জীবনের নীরব বিস্ময়ে
মাজার এক অদ্ভুত টান রেখে যায় মানুষের মনে। লেখক হাসনাত শোয়েব তাঁর নতুন
ধারাবাহিক...
২ দিন আগে
-
এই সংখ্যা
-
কবিতা বহতা অংশুমালী মুখোপাধ্যায়ের দুটি কবিতা দেবব্রত রায়-এর এক গুচ্ছ কবিতা
তৃষ্ণা বসাক-এর মায়া গদ্যঃ- মায়া-মফস্বল ও ক্যাংলাস পার্টিরা – দ্বিতীয় পর্ব
৪ দিন আগে
-
বাংলা সাহিত্যে অমরসৃষ্টি : রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ও নজরুলের বিদ্রোহী কবিতা
-
আবদুল গনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা
সাহিত্যের শ্রেষ্ঠ কবি । এদেরকে বলা হয় বাংলা ভাষার সাহিত্যের সম্রাট।
বিশ্বকবি রবীন্দ...
৪ দিন আগে
-
শিরোনামহীন
-
নাসরীন বেগম জীবনের প্রাথমিক পর্যায়ে প্রাচ্যরীতির কাজে দক্ষতার পরিচয়
দিয়েছিলেন। আমরা প্রত্যক্ষ করেছি তাঁর প্রাচ্যরীতির ফিগারেটিভ কাজে সৃষ্টির
আশ্চর্য তন্...
৫ দিন আগে
-
রাইটার্স ব্লক // অঙ্কিতা বরুয়া, মূল অসমিয়া অনুবাদ বাসুদেব দাস
-
আমার কাছে সকালটা খুব ব্যস্ত সময়। ঘরদুয়ার পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে
ধোয়ার জন্য কাপড়চোপড় মেসিনে দিতে দিতে আমি নিজে স্নানটা সেরে […]
The post রাইটার্স ...
১ সপ্তাহ আগে
-
পুচ্ছ-ধারী ময়ূরেরা – ৮ম পর্ব || শিল্পী নাজনীন
-
পুচ্ছ-ধারী ময়ূরেরা শিল্পী নাজনীন ৮ দিনগুলো ক্রমশ গুমোট হচ্ছে কেমন। শহরের
উপকণ্ঠের এই ভেতরকার রাস্তালাগোয়া দোকানটাতে বসেও দিব্যি সেই গুমোট হাওয়ার
আভাস মিলছে...
১ সপ্তাহ আগে
-
বালি হালতের সাঁকো
-
আকাশের মেঘে ঢাকা আলো এসে লাগে, আমি যাই না সে দূর্ পথে ফড়িঙের পিছু পিছু
ধেয়ে যে-দিকে চলে গেছে পাল তোলা নাও।
২ সপ্তাহ আগে
-
বিষয় চিতায় ঝুলন্ত জোৎস্না
-
[কবি শামস আল মমীনের প্রথম কাব্যগ্রন্থ ‘চিতায় ঝুলন্ত জ্যোৎস্না’ প্রকাশিত হয়
অগাস্ট, ১৯৯৫ এ। লেখক সলিমুল্লাহ খান এই কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করেন একটি
পত্র...
৩ সপ্তাহ আগে
-
সন্দীপ দত্ত: ছোটকাগজের বড় যোদ্ধা
-
[image: সন্দীপ দত্ত বিশেষ সংখ্যা বিন্দু]
বাঙলা লিটল ম্যাগাজিন সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন তাঁরা জানেন, টেমার লেন
মানেই ‘কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি এব...
৩ সপ্তাহ আগে
-
উপন্যাস─ চন্দ্রভানুর পিনিস। নাসিমা আনিস ─পর্ব তিন
-
পর্ব তিনের এক ওমর সরকারের বাইরের ঘরের সামনের উঠানে বিশাল নারকেল গাছটার নীচে
এসে দাঁড়ায় রজব আলী। গতকাল যে ঘটনা
The post উপন্যাস─ চন্দ্রভানুর পিনিস। নাসিম...
১ মাস আগে
-
লক্ষ্মী-সরস্বতী
-
।। ১।। আর বোলো না, কি দিনকাল পড়েছে ! তাই নয় তো কি? কাল রাতে কখন ফিরেছে জানো
? কখন ? সাড়ে বারোটা ! ভুতুর বাবা স্মোক করতে উঠেছিল, ব্যালকোনি থেকে দেখেছে।
জানো...
২ মাস আগে
-
-
গল্পপাঠ ওয়েবজিন ।। একাদশ বর্ষ ।। সংখ্যা ৯৩।।
-
* সম্পাদকীয়*
*সুগ্নোমে: সহানুভূতির নীরব দর্শন*
লিও তলস্তয়কে আমরা চিনি ‘আনা কারেনিনা’র জন্য, হয়তো ‘যুদ্ধ ও শান্তি’র জন্য।
আরো বিদগ্ধ পাঠক হয়তো ‘ইভান ই...
৪ মাস আগে
-
বইওয়ালা | মুজিব ইরম | কবিতা | তীরন্দাজ নববর্ষ সংখ্যা
-
তীরন্দাজ নববর্ষ সংখ্যা বইওয়ালা আমারে চিনেছো তুমি ঠিকঠাক… আমি সেই
বইওয়ালাবাড়ি বাড়ি ফেরি করি বইফেরি করিকামনা যাতনা যতবিলাপ আমার… তোমার
বাড়িতেভাতঘুমেদুপুরবেলা...
৪ মাস আগে
-
হুমায়ুন আজাদের গল্প: যাদুকরের মৃত্যু
-
আমাদের একমুঠো দেশটির মানচিত্রের দিকে তাকালে সেটিকে দোমড়ানো বুটের মতো মনে
হয়। আগে এমন মনে হতো না; যে-দিন বর্বররা এল, দখল করল আমাদের দেশটি, সে-দিন
থেকেই এম...
৭ মাস আগে
-
প্রেম এবং অপ্রেমের কাব্য
-
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে।
হাজারো প্রেমের কলি.....
৮ মাস আগে
-
দেশিক হাজরা
-
সময়ে অসময়ে ঝরে পড়া পাতা গুচ্ছ আর একটু সরে এসে বসি তেতলা থেকে ঝুলে আছে
আহারে বাহারি লতা। আর একটু কমে আসে দুঃখ পরম প্রজল্পে আরও কাছাকাছি ঘেঁষে
ঘেঁষে থাক...
১ বছর আগে
-
কে দেব দাস | ঘূর্ণিঝড়ের বিকেল
-
*ঘূর্ণিঝড়ের বিকেল-*
কে দেব দাস
জৈষ্ঠের বিকেল, রাখাল বালক আমি;
একাকি গিয়েছিনু- চড়াইতে ধেনু।
সেথা-বটবৃক্ষের, শান্ত ছায়ায়;
মনের অগোচরে, কখন যে- পড়িনু ঘ...
১ বছর আগে
-
শ্যামলকান্তি দাশের কবিতায় মেদিনীপুর আশ্চর্য এক মায়াপৃথিবী : আবু রাইহান
-
শ্যামলকান্তি দাশের কবিতায় মেদিনীপুর আশ্চর্য এক মায়াপৃথিবী আবু রাইহান কবি
জীবনানন্দ দাশ যেভাবে তাঁর ব্যক্তিগত বরিশালকে নিখুঁত অনুবাদ করেছিলেন রূপসী
বাংল...
১ বছর আগে
-
মণিমেখলার আশীর্বাদ
-
[image: মণিমেখলার আশীর্বাদ]
(১)
সে ছিল এক অপ্সরাদের দেশ। অপ্সরা মানে শাপভ্রষ্ট দেবী। যারা মর্ত্যে নেমে আসে
কোনও কারণে। দেবতাদের অভিশাপে। ভালো কাজ করে, দুষ্...
১ বছর আগে
-
ধুলোমাটির মানবসকল
-
দশ বছর আগে পাঠানো এই লেখাটি কম্পিউটারের হার্ডডিস্কে একটি ফোল্ডারে লুকিয়ে
ছিলো যা হঠাৎই আমার নজরে আসে অন্য একটি লেখার অনুসন্ধান করতে গিয়ে। জাহাঙ্গীর
ভাই ক...
২ বছর আগে
-
এসি বাসে অনাথ শিশুদের নিয়ে প্যান্ডেল ভ্রমণ প্রিয়াঙ্কা চৌধুরী’র
-
কলকাতার বুকে অভিনব পদক্ষেপ উদ্যোগপতি প্রিয়াঙ্কার। গত ২৮ সেপ্টেম্বর,
তৃতীয়ার দিনে এসি বাসে দুঃস্থ পথ শিশুদের নিয়ে প্যান্ডেল ভ্রমণ করে...
The post এসি ব...
২ বছর আগে
-
শিল্পজগৎ শারদীয় ১৪২৯
-
প্রকাশিত হল শিল্পজগৎ শারদীয় ১৪২৯ নীচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন
ডাউনলোড করুন শিল্পজগৎ শারদীয় ১৪২৯ অথবা এখানে ক্লিক করে
২ বছর আগে
-
আর্নেস্ট হেমিংওয়ে: জন্মবার্ষিকের স্মৃতিতর্পণ
-
“মানুষ অনেক বেশি সাহস নিয়ে পৃথিবীতে এলে তাকে ভাঙতেই হয় পৃথিবীর। এজন্য
মানুষটাকে খুন করে সে। পৃথিবী প্রত্যেককেই ভাঙে। ভাঙা জায়গায় শক্ত হয়ে যায় কেউ
কেউ। য...
৩ বছর আগে
-
Club Management Scholarship at University College Cork 2022/23
-
The Club Management Scholarship was created by the Department of Management
and Marketing (M&M), Cork University Business School (CUBS), University
College...
৩ বছর আগে
-
corrispondenza contemporaneo dosature frattanto giacche cui, piu dentro la
contemporaneamente giacche assegnare il schermo delle iene
-
corrispondenza contemporaneo dosature frattanto giacche cui, piu dentro la
contemporaneamente giacche assegnare il schermo delle iene abbinamento
recenti...
৩ বছর আগে
-
মৃত্তিকা ব্রহ্মপুত্রের কাছে এসেছিলো
-
মৃত্তিকা আমাকে সকাল ঠিক দশটায় এখানে থাকতে বলেছে। এখানে বলতে ব্রহ্মপুত্র
নদের পাড়ে। নদের পাড়ে জয়নুল আবেদিন সংগ্রহশালা। বেলা গড়ায়নি
৩ বছর আগে
-
বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার কী কী?
-
কিছু খাবারে পুষ্টির পরিমাণ এত বেশি যে এগুলো সুপারফুড হিসেবে খ্যাত হয়েছে।
এসব খাবার নিয়মিত খেলে স্বাস্থ্যের উন্নয়ন হয় ও রোগ থাকে বহুদূরে।
The post বিশ্বের...
৩ বছর আগে
-
নিমাই জানার ছয়টি কবিতা
-
নিমাই জানার ছয়টি কবিতা উর্ধ্বাঙ্গ শরীর ও মঞ্জিরা গভীর রাত্রি কালের হিমাঙ্ক
ময় শরীরের উর্ধ্বাঙ্গ জুড়ে খুব জবজবে শীতকাল , একা একাই শ্রীখোলে বেজে ওঠে
হাতের...
৩ বছর আগে
-
২২ অক্টোবরের ক্রোড়পত্র : এ্যান ইনকমপ্লিট সার্কেল অব ডাব
-
এ বছর ২২ অক্টোবরের ক্রোড়পত্র বেরুচ্ছে না।
এই যে আপনাদের রীতিমতো ডেকে এনে ধোঁকা দেয়া হলো, সেজন্য মিহিন্দা সম্পাদক
লজ্জিত বা বিব্রত নন।
ফ্ল্যাশব্যাক...
৩ বছর আগে
-
উজান : বই আলোচনায় বিজয়ীদের নাম ঘোষণা
-
উজান বই আলোচনা প্রতিযোগিতায় সেরা আলোচক হয়েছেন কবি ও প্রাবন্ধিক সরোজ মোস্তফা
(গোলাম মোস্তফা)। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইলিয়াস বাবর, […]
৩ বছর আগে
-
শুনবে হাতির হাসি
-
The post শুনবে হাতির হাসি appeared first on টগবগ.
৪ বছর আগে
-
বাড়ির পাশে আরশিনগর ll কামরুল হাসান ll পর্ব ১৬
-
ভ্রমণগদ্য বাড়ির পাশে আরশিনগর কামরুল হাসান পর্ব-১৬ আসাম প্রেসক্লাবটি
স্কুলঘরের মতো। দোচালা টিনের ছাদ, সিমেন্টের দেয়াল, দেয়ালের একপাশে কাঠের
খুঁটিতে দাঁড়া...
৪ বছর আগে
-
সম্পাদকের নিবেদন
-
১৯২৯-৩০-এর বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেই *পরিচয়* পত্রিকার জন্ম
(১৯৩১)। এরপর *পরিচয়* দ্বিতীয় মহাযুদ্ধ প্রত্যক্ষ করেছে, তেতাল্লিশের মন্বন্তর
দেখেছ...
৪ বছর আগে
-
‘আলাদা’-‘আলাদা’ বলে চেঁচালে কি আলাদা হবে? ‘আলাদা’ সে-ই, অন্য আরেকজন
‘আলাদা’-কে সনাক্ত করে যে ধারণ করতে পারে: সেলিম মোরশেদ
-
আহমেদ নকীব: এতদিন পর এসে আপনার কি মনে হয় লিটল ম্যাগাজিন মুভমেন্ট যে অর্থে
একটা দার্শনিক ভিত্তির উপর দাঁড়াবার কথা ছিল, অর্থাৎ যেভাবে আমরা এই
মুভমেন্টকে কা...
৫ বছর আগে
-
পাগলা দাসুর ভগবান
-
মসজিদের মধ্যে তখন তালগাছের শরীরের খয়েরি অন্ধকার, খসখসে। অন্ধকারে অভ্যস্ত
গ্রামের মানুষদেরও মনে এই অন্ধকার এখন বিচ্ছুর হুলের মতো বিঁধে। মাগরেবের
ওয়াক্তও...
৫ বছর আগে
-
Online Casino Spiele
-
Casino Cruise ist natürlich das Online Casino, dies aufregendes
Spielerlebnis bietet, während es an exotischen Beobachten der Welt zum
Spielen und Entdec...
৬ বছর আগে
-
দানা দানা গ্যারাণ্টি পানিফল অথবা স্যাণ্ডউইচ নির্মাণের সহজ প্রণালী ~ নীলাব্জ
চক্রবর্তী
-
দানা দানা গ্যারাণ্টি পানিফল অথবা স্যাণ্ডউইচ নির্মাণের সহজ প্রণালী
আবার কাঁচের গায়ে আটকে যাচ্ছে একটা অস্পষ্ট ফুটো ফুটো দিন। ক্রমশঃ শরীর হচ্ছে
একরকম ব্যবহা...
৬ বছর আগে
-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন