কাজী নজরুলের গানে ঈশ্বর

কাজী নজরুলের গানে ঈশ্বর বিভিন্ন রূপ ধারণ করেছেন। কখনও রুদ্র মূর্তি কখনও বা শিশুমূর্তি। তাঁর একটি বিখ্যাত গান রয়েছে যেখানে ঈশ্বর শিশুরূপ গ্রহণ করে পৃথিবীকে নিয়ে নিরন্তর খেলা করে চলছেন।
খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
প্রলয়-সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে,
প্রভু, নিরজনে।
শূন্যে মহা-আকাশে
মগ্ন লীলা-বিলাসে
ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে-
তারকা-রবি-শশী খেলনা তব
হে উদাসী
পড়িয়া আছে তব পায়ের কাছে
রাশি রাশি।

কোন মন্তব্য নেই:

বই আলোচনা সমালোচনা

সাহিত্যের Webzine