খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
প্রলয়-সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে,
প্রভু, নিরজনে।
শূন্যে মহা-আকাশে
মগ্ন লীলা-বিলাসে
ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে-
তারকা-রবি-শশী খেলনা তব
হে উদাসী
পড়িয়া আছে তব পায়ের কাছে
রাশি রাশি।
সৈয়দ মনজুরুল ইসলামের নন্দনতত্ত্ব: নান্দনিক নৈরাজ্যের অক্ষ(র)রেখা? - রাজু
আলাউদ্দিন
-
[image: সৈয়দ মনজুরুল ইসলামের 'নন্দনতত্ত্ব' বইয়ের প্রচ্ছদ]
বাংলাদেশে কলাবিদ্যা নিয়ে সৈয়দ মনজুরুল ইসলামের *নন্দনতত্ত্ব* বইটি ছিল প্রথম
কোনো গ্রন্থ যেখানে ছ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন