খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
প্রলয়-সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে,
প্রভু, নিরজনে।
শূন্যে মহা-আকাশে
মগ্ন লীলা-বিলাসে
ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে-
তারকা-রবি-শশী খেলনা তব
হে উদাসী
পড়িয়া আছে তব পায়ের কাছে
রাশি রাশি।
চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য - তৌফিকুল ইসলাম চৌধুরী
-
[image: চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য - তৌফিকুল ইসলাম চৌধুরী বইয়ের প্রচ্ছদচিত্র]
*'চট্টগ্রাম: অতীত ও ঐতিহ্য'* চট্টগ্রামকে নিয়ে লেখকের এক ভিন্নমাত্রার
গ্রন্থ।...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন